বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন! তিনটি খাতের স্টক ক্রয়ের পরামর্শ দিলেন Mukul Kochhar

Edited by Sayantan Saha | The Economic Times Bengali | Updated: 27 Jun 2024, 9:28 pm

শেয়ার বাজারে বিনিয়োগের পরিকল্পনা করছেন? সেই ক্ষেত্রে আপনাকে দুর্দান্ত রিটার্ন এনে দিতে পারে তিনটি খাত। সম্প্রতি এই খাতগুলিতে স্টক ক্রয় করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ Mukul Kochhar । বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট করার জন্য কোন কোন খাতের উপর নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি? পড়ে নিন।

বর্তমানে দেশের শেয়ার বাজার একটি দুরন্ত ছন্দের মধ্যে রয়েছে। মে মাসে শেয়ার বাজরে ধারাবাহিকভাবে অনিশ্চয়তার চাপ লক্ষ্যণীয় হয়েছিল। কিন্তু পরবর্তীতে জুন মাসে দেশের শেয়ার বাজারে টানা বৃদ্ধি দেখতে পাওয়া গিয়েছে। খুব স্পষ্টভাবেই ধারাবাহিক বৃদ্ধি লক্ষ্যণীয় হওয়ার কারণে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে স্টক মার্কেটের প্রধান সূচকগুলি। নিফটি ও সেনসেক্স, দুটি সূচকই বর্তমানে সর্বকালীন উচ্চতার কাছাকাছি অবস্থান করছে। কিন্তু, খুব স্পষ্টভাবেই এই বৃদ্ধির কারণে স্টক মার্কেটের একাধিক অংশ ব্যয়বহুল হয়ে পড়েছে। সেই কারণে যে কোন বিনিয়োগ সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে ইনভেস্টারদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একই ধরনের মতামত প্রকাশ করেছেন Investec Capital Services –এর ইনস্টিটিউশনাল ইকুইটিজ বিভাগের প্রধান Mukul Kochhar । তবে, বাজারের কিছু অংশে বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Mukul Kochhar suggested investors to stay cautious and buy stocks from 3 sectors
বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন! তিনটি খাতের স্টক ক্রয়ের পরামর্শ দিলেন Mukul Kochhar

বাজারের প্রায় প্রতিটি অংশেই বিপুল বৃদ্ধি লক্ষ্যণীয় হয়েছে। সেই কারণে কি স্টক মার্কেট বর্তমানে কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে?

আমরা প্রায় জুন মাসের শুরু থেকেই বাজারে টানা বৃদ্ধি লক্ষ্য করেছি। বাজারের প্রধান সূচকগুলিতে চমকপ্রদ বৃদ্ধি দেখা গিয়েছে। এই বৃদ্ধির দৌড়ে কিছু খাতে অবশ্যই অতিরিক্ত উত্থান লক্ষ্যণীয় হয়েছে। সেই কারণে স্পষ্টভাবেই বাজারের কিছু অংশ বর্তমানে বাস্তবিকভাবেই ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বেশ কিছু অংশকে ফাঁপা মনে হচ্ছে। সেই কারণে এই মুহূর্তে স্পষ্টভাবেই বিনিয়োগকারীদের সতর্ক থাকা প্রয়োজন। এই পরিস্থিতিতে আপনাকে বিশেষভাবে নিম্ন মানের ছোট কোম্পানিগুলির স্টকে সতর্ক থাকতে হবে। কারণে এখানেই অপ্রত্যাশিত গতিবিধি দেখতে পাওয়া যেতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত উত্তেজনা ঝুঁকির কারণে হয়ে উঠতে পারে। সুতরাং, যেহেতু মার্কেট frothy হয়ে উঠেছে, সেই কারণে, আপনি কোথায় বিনিয়োগ করছেন, সেই বিষয়টি সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকুন। ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত উৎসাহী হয়ে পড়লে তা আপনার জন্য লোকসানের কারণ হয়ে উঠতে পারে।

এই মুহূর্তে কোন খাতে বিনিয়োগ করার সুযোগ রয়েছে?

অবশ্যই, বাজারে যে বিনিয়োগের সুযোগ নেই সেই বিষয়টি ভাবা একেবারেই ভুল। বাজারের কিছু অংশ অবশ্যই অতিরিক্ত মূল্যায়নে পৌঁছে গিয়েছে। তবে সম্পূর্ণ বাজারটি ব্যয়বহুল নয়। বেশ কিছু খাতে বর্তমানে বিনিয়োগের সুযোগ রয়েছে। ব্যাঙ্কের খাতটি বাজারে খুব ভালো অবস্থানে রয়েছে। এই খাতের স্টকগুলির মূল্যায়নও খুবই যুক্তিসঙ্গত। ফলে এই খাতটিতে বিনিয়োগ করার খুব ভালো সুযোগ রয়েছে। এছাড়াও অটো ও ফার্মার খাতটিকেও বাজারে খুব ভালো দেখাচ্ছে। এই খাতগুলিতেও স্টক ক্রয় করার সুযোগ রয়েছে। বিনিয়োগকারীরা বর্তমানে স্টক ক্রয় করার জন্য এই খাতগুলির উপর লক্ষ্য রাখতে পারেন।

Business News ওয়েবসাইট দ্য ইকোনমিক টাইমস বাংলা Share Market এবং স্টক মার্কেটের সর্বশেষ ও ব্রেকিং নিউজ পডুন
Sayantan Saha এর বিষয়ে
Sayantan Saha Digital Content Producer
সায়ন্তন সাহা, The Economic Times বাংলার ডিজিটাল সাংবাদিক। 2018 সাল থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খবর ৩৬৫ দিন এবং সংবাদ প্রতিদিনে সাংবাদিকতা করেছেন। শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি, ব্যাঙ্ক, পণ্য, পার্সোনাল ফিনান্স, MSME সংক্রান্ত সংবাদ লিখতে এবং রিপোর্টিংয়ে সাবলীল।Read More