Please enable javascript.বিএসই 100 সূচকের এই দশ স্টকে এক বছরে বিনিয়োগকারীরা পেয়েছেন মাল্টিব্যাগার রিটার্ন, তালিকায় কোন কোন সংস্থার শেয়ার? - these 10 stocks from bse 100 index turned multibaggers in one year check the list | The Economic Times Bengali

বিএসই 100 সূচকের এই দশ স্টকে এক বছরে বিনিয়োগকারীরা পেয়েছেন মাল্টিব্যাগার রিটার্ন, তালিকায় কোন কোন সংস্থার শেয়ার?

Authored by Sayantan Saha | The Economic Times Bengali | Updated: 22 Jun 2024, 6:20 pm

বিনিয়োগকারীদের সম্পদ গত বারো মাসে কয়েকটি কোম্পানির স্টকে বিপুল পরিমাণে বেড়েছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত কোম্পানির স্টকও। দেখে নিন কোন কোন সংস্থার শেয়ারে বৃদ্ধির পাশাপাশি উচ্চ অস্থিরতাও রয়েছে।

 
These 10 stocks from bse 100 index turned multibaggers in one year check the list
বিএসই 100 সূচকের এই দশ স্টকে এক বছরে বিনিয়োগকারীরা পেয়েছেন মাল্টিব্যাগার রিটার্ন, তালিকায় কোন কোন সংস্থার শেয়ার?
বিএসই 100 সূচকে থাকা 10 টি কোম্পানির শেয়ারের দাম গত এক বছরে বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার রিটার্ন প্রদান করেছে। কম বিটা থাকা সত্ত্বেও Trent, Zomato এবং Bajaj Auto -এর শেয়ারে বিনিয়োগকারীরা পেয়েছেন মাল্টিব্যাগার রিটার্ন। উচ্চ অস্থিরতার মধ্যেও যে স্টকগুলি বিনিয়োগকারীদের 100 শতাংশের বেশি রিটার্ন প্রদান করেছে তার মধ্যে পাঁচটি রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। উল্লেখ্য, Beta হল স্টকের অস্থিরতার একটি পরিমাপ।
Ace Equities -এর তথ্য অনুসারে, টপ পারফর্মারদের মধ্যে টাটা গোষ্ঠীর সংস্থা ট্রেন্ট রয়েছে। এই কোম্পানির শেয়ার এক বছরে 213 শতাংশ বেড়েছে। সংস্থার শেয়ারের বিটা ছিল 0.70। অন্যদিকে, খাবার ডেলিভারির প্ল্যাটফর্ম জোম্যাটো এবং দুই চাকার কোম্পানি বাজাজ অটোর শেয়ারের দাম বারো মাসের হিসাবে বৃদ্ধি পেয়েছে যথাক্রমে 162 ও 107 শতাংশ। সংস্থাগুলির এক বছরের বিটা ছিল 0.78 এবং 0.42।

জানা গিয়েছে, সবচেয়ে বেশি অস্থিরতা দেখা গিয়েছে Power Finance Corporation -এর স্টকে। এই কোম্পানির স্টকে বিটা ছিল 2.2। এরপর ছিল GAIL এবং Bharat Electronics -এর স্টক। এই দু'টি স্টকের বিটার পরিমাণ ছিল 1.75 এবং 1.68। জানা গিয়েছে, তিনটি স্টকের দাম গত এক বছরে বেড়েছে যথাক্রমে 188, 105 এবং 154 শতাংশ। প্রতিরক্ষা বিভাগের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স এবং আরেক রাষ্ট্রায়ত্ত কোম্পানি কোল ইন্ডিয়ার স্টকেও বিটা উপরের দিকে ছিল। স্টক দু'টি বিটার পরিমাণ ছিল 1.52 এবং 1.41। এই সংস্থা দু'টির স্টকের দাম যথাক্রমে 177 এবং 111 শতাংশ ঊর্ধ্বগামী হয়েছিল।

এই সূচকে থাকা ভারত ফোর্জ, এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার স্টকেও মিলেছে মাল্টিব্যাগার রিটার্ন। দু'টি স্টকের দাম এক বছরে বেড়েছে প্রায় 120 এবং 109 শতাংশ। স্টক দু'টির অস্থিরতার পরিমাণ ছিল যথাক্রমে 1.17 এবং 1.10। উল্লেখ্য, BSE 100 সূচক গত 12 মাসে 29 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

উপরের স্টকগুলি ছাড়াও এই সূচকে থাকা 35 টি লার্জক্যাপের বিটা উপরের দিকে রয়েছে। এর মধ্যে 24 টি স্টক আউটপারফর্ম করেছে। ওই তালিকায় রয়েছে টাটা পাওয়ার কোম্পানি, সিমেন্স, বরুণ বেভারেজস, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, এবং এনটিপিসি। এই স্টকগুলিতে বিনিয়োগকারীরা পেয়েছেন 98 থেকে 90 শতাংশ রিটার্ন। স্টকগুলির বিটার পরিমাণ ছিল 1.47 থেকে 1.60 -এর মধ্যে।

(বিশেষ দ্রষ্টব্য: এখানে শুধুমাত্র তথ্য তুলে ধরা হয়েছে। কোনও স্টক কেনা অথবা বিক্রির সুপারিশ করা হয়নি। কোনও বিনিয়োগের আগে বিশ্লেষকদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)

Business News ওয়েবসাইট দ্য ইকোনমিক টাইমস বাংলা Share Market এবং স্টক মার্কেটের সর্বশেষ ও ব্রেকিং নিউজ পডুন
Sayantan Saha এর বিষয়ে
Sayantan Saha
Sayantan Saha Digital Content Producer
সায়ন্তন সাহা, The Economic Times বাংলার ডিজিটাল সাংবাদিক। 2018 সাল থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খবর ৩৬৫ দিন এবং সংবাদ প্রতিদিনে সাংবাদিকতা করেছেন। শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি, ব্যাঙ্ক, পণ্য, পার্সোনাল ফিনান্স, MSME সংক্রান্ত সংবাদ লিখতে এবং রিপোর্টিংয়ে সাবলীল।Read More