ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য নতুন ডিজিটাল ব্যবসায়িক ঋণের সুবিধা চালু করল SBI

Edited by Sayantan Saha | The Economic Times Bengali | Updated: 13 Jun 2024, 10:51 am

দেশের ছোট ব্যবসাগুলির জন্য এবার বিশেষ ঋণ প্রকল্পের সুবিধা চালু করল এসবিআই। কীভাবে এই ঋণের জন্য আবেদন করা যাবে? কোন ব্যবসাগুলিই বা এই ঋণের সুবিধা পাবে? নয়া ঋণ সংক্রান্ত প্রোগ্রামটির সমস্ত তথ্য পড়ে নিন সবিস্তারে।

দেশের ছোট ও মাঝারি আকারের ব্যবসাগুলির জন্য এবার বিশেষ পদক্ষেপ গ্রহণ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি এই ধরনের ব্যবসাগুলির জন্য নয়া ঋণের প্রকল্প চালু করেছে এই জনপ্রিয় সরকারি ব্যাঙ্কটি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) –এর পক্ষ থেকে একটি নতুন SME ডিজিটাল ব্যবসায়িক ঋণের প্রোগ্রাম চালু করা হয়েছে। এই নয়া প্রোগ্রামটির অধীনে ভারতের বৃহত্তম ব্যাঙ্কটি ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায়িক উদ্যোগগুলি (MSME) কে ঋণের সুবিধা প্রদান করবে। এসবিআই এই প্রোগ্রামটির ক্ষেত্রে মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজগুলির ক্রেডিট অ্যাসেসমেন্ট করার জন্য আয়কর, জিএসটি রিটার্ন এবং ব্যাঙ্ক স্টেটমেন্টগুলির ব্যবহার করবে বলে জানানো হয়েছে। কোন মানুষের হস্তক্ষেপ ছাড়াই প্রয়োজনীয় বিবরণ জমা দেওয়ার পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মাত্র 10 সেকেন্ডের মধ্যেই ঋণ মঞ্জুর করে দেওয়া হবে। তবে, এই ক্ষেত্রে জমা করা বিবরণ ন্যায্য ও সঠিক হতে হবে।
SBI has launched a new SME digital business loans programme read details here
ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য নতুন ডিজিটাল ব্যবসায়িক ঋণের সুবিধা চালু করল SBI
সূত্রের খবর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, 50 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ফিনান্সিয়াল স্টেটমেন্ট জমা করারও প্রয়োজন পড়বে না। এই ক্ষেত্রে ট্রানজ্যাকশন হিস্ট্রি এবং জিএসটি রিটার্নের উপর ভিত্তি করেই ঋণ প্রদান করা হবে। ফলে ঋণ গ্রহণ করার বিষয়টিও আবেদনকারীদের কাছে অনেকটা সহজ হয়ে উঠবে।

এই প্রসঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশ খাড়া জানিয়েছেন, "আমরা এমএসমই ল্যান্ডস্কেপে ঋণ প্রদানের বিষয়টিকে আরও সহজতর করে তোলার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছি। সেই লক্ষ্যেই ঋণ গ্রহণ করার ক্ষেত্রে কোন ব্যক্তির হস্তক্ষেপ কমাতে এবং ব্যবসা করার বিষয়টিকে আরও সহজতর করে তোলার লক্ষ্যে ঋণ প্রদান করার জন্য আমাদের গ্রাহক কেন্দ্রিক পদ্ধতির সঙ্গে উদ্ভাবনী প্রযুক্তিকে একত্রিত করা হয়েছে। সাধারণভাবে এটি আগে উচ্চ খরচ ও ম্যানুয়াল প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ করা হত। দেশের শীর্ষস্থানীয় MSME ঋণ প্রদানকারী হিসাবে আমরা আমাদের কোম্পানির অবস্থান কে আরও মজবুত করে তুলতে চাইছি। সেই লক্ষ্যেই সবচেয়ে দ্রুততম এবং সহজতর প্রক্রিয়ার মাধ্যমে ঋণ প্রদান করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে।"

প্রসঙ্গত, এমএসমই ব্যবসাগুলির অগ্রগতিকে পরবর্তী পাঁচ বছরের জন্য ব্যাঙ্কের বৃদ্ধি এবং লাভের কেন্দ্রবিন্দু হিসাবে চিহ্নিত করা হয়েছে। ব্যাঙ্কটি জানিয়েছে, এই নতুন ডিজিটাল ঋণের পণ্যটি এন্ড-টু-এন্ড স্যাঙ্কশন টার্নঅ্যারাউন্ডের সময় কে 45 মিনিট পর্যন্ত কমিয়ে দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই নতুন লোনটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট, শাখা, এসএমই কেন্দ্র এবং ইন্টারনেট প্ল্যাটফর্ম সহ সমস্ত চ্যানেলের মাধ্যেম অ্যাক্সেস করা যাবে। এসবিআই পার্টনার টাচপয়েন্টের পাশাপশি আসন্ন সময়ে আউটডোর টাচপয়েন্টেও এই পণ্যটি চালু করবে। আউটডোর টাচপয়েন্টের জন্য QR কোড ব্যবহার করা হতে পারে।

Business News ওয়েবসাইট দ্য ইকোনমিক টাইমস বাংলা MSME Loan সম্পর্কে জেনে নিন
Sayantan Saha এর বিষয়ে
Sayantan Saha Digital Content Producer
সায়ন্তন সাহা, The Economic Times বাংলার ডিজিটাল সাংবাদিক। 2018 সাল থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খবর ৩৬৫ দিন এবং সংবাদ প্রতিদিনে সাংবাদিকতা করেছেন। শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি, ব্যাঙ্ক, পণ্য, পার্সোনাল ফিনান্স, MSME সংক্রান্ত সংবাদ লিখতে এবং রিপোর্টিংয়ে সাবলীল।Read More