Please enable javascript. বিনিয়োগের ক্ষেত্রে নতুন বিকল্প নিয়ে আসতে চলেছে এনপিএস! কী সুবিধা মিলবে ব্যালেন্সড লাইফ সাইকেল ফান্ডে? - nps will launch new investment option balanced life cycle fund soon see details here | The Economic Times Bengali

বিনিয়োগের ক্ষেত্রে নতুন বিকল্প নিয়ে আসতে চলেছে এনপিএস! কী সুবিধা মিলবে ব্যালেন্সড লাইফ সাইকেল ফান্ডে?

Edited by Sayantan Saha | The Economic Times Bengali | Updated: 23 Jun 2024, 8:00 am

বর্তমানে গ্রাহকেরা এনপিএসে দুই ধরনের বিনিয়োগের বিকল্প পান। অটো চয়েস এবং অ্যাক্টিভ চয়েস। অটো চয়েসে টাকা নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে ডেট ও ইকুইটিতে বয়সের ভিত্তিতে ইনভেস্টেড হয়ে যায়। অ্যাকটিভ চয়েস বিকল্পে এই ক্ষেত্রে সাবস্ক্রাইবাররা ইকুইটি-ডেট ইনভেস্টমেন্ট সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পান।

 
NPS will launch new investment option Balanced Life Cycle Fund soon see details here
বিনিয়োগের ক্ষেত্রে নতুন বিকল্প নিয়ে আসতে চলেছে এনপিএস! কী সুবিধা মিলবে ব্যালেন্সড লাইফ সাইকেল ফান্ডে?
এনপিএস গ্রাহকদের জন্য সুখবর! এবার ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) -এর সকল সদস্যরা পেতে চলেছেন একটি সম্পূর্ণ নতুন বিনিয়োগের বিকল্প। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, শীঘ্রই ন্যাশনাল পেনশন সিস্টেমের সমস্ত গ্রাহকদের জন্য বিনিয়োগের আরেকটি বিকল্প হিসাবে নতুন ফান্ড লঞ্চ করা হতে চলেছে। এই ফান্ডটির নাম করা হয়েছে ব্যালেন্সড লাইফ সাইকেল ফান্ড। এই নয়া ফান্ডটিতে আপনার বিনিয়োগগুলি 45 সাল পর্যন্ত ইকুইটি ও ডেটের মধ্যে সমানভাগে বিভক্ত হয়ে যাবে। 45 বছরের পর থেকে আপনার ইকুইটি এক্সপোজার প্রতিবছর হ্রাস পাবে। সম্প্রতি ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএসের পক্ষ থেকে এই ফান্ডটির বিষয়ে ঘোষণা করা হয়েছে। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকেই এই ফান্ডটি সক্রিয় করা হতে পারে।
সূত্রের খবর, 2024 সালের জুন মাসের 21 তারিখে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) –এর চেয়ারপার্সন দীপক মোহান্তি জানিয়েছেন, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে একটি ব্যালেন্সড লাইফ সাইকেল ফান্ড চালু করা হবে। এর ফলে একটি বড় অংশের এনপিএস গ্রাহকেরা উপকৃত হতে চলেছেন বলেও মন্তব্য করেছেন তিনি। এই ব্যালেন্সড লাইফ সাইকেল ফান্ডটি সম্পর্কে সমস্ত তথ্য রইল নিম্নলিখিত-

এনপিএস ব্যালেন্সড লাইফ সাইকেল ফান্ড কী?

ইকুইটিগুলি সাধারণত ডেট ইনভেস্টমেন্টের তুলনায় দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন অফার করে। সুতরাং, PFRDA এমন একটি প্ল্যান চালু করার পরিকল্পনা করছে যেটিতে এনপিএস গ্রাহকেরা 45 বছর না হওয়া পর্যন্ত আরও বেশি ইকুইটি এক্সপোজার পেতে সক্ষম হয়ে উঠবেন। পরবর্তী সময়ে ইকুইটি এক্সপোজার হ্রাস পাবে এবং ডেট –এ বরাদ্দ বৃদ্ধি পাবে। এই প্রসঙ্গে দীপক মোহান্তি জানিয়েছেন, "ব্যালেন্সড লাইফ সাইকেল ফান্ডে 45 বছর থেকে ইকুইটিতে বিনিয়োগের পরিমাণ হ্রাস পাবে এবং এটি সেই সময় থেকে একটি ভিন্ন ফর্মুলা ব্যবহার করবে। ফান্ডটি রিস্ক এবং রিটার্ন অপ্টিমাইজ করার সময় দীর্ঘমেয়াদে পেনশনের সম্পদের পরিমাণকে সর্বাধিক করে তুলতে সাহায্য করতে চলেছে।"

কী ভাবে এই ফান্ডটি এনপিএসের গ্রাহকদের সাহায্য করবে?

এনপিএস অটো চয়েস বিকল্পটি সেই সমস্ত এনপিএস গ্রাহকদের জন্য উপযুক্ত যারা প্রতিটি অ্যাসেট ক্লাসে কখন এবং কতটা বিনিয়োগ করতে হবে তা নির্ধারণ করার ক্ষেত্রে সমস্যায় পড়ে যান। এই বিষয়টি অনেকের কাছেই বেশ কঠিন। ব্যালেন্সড লাইফ সাইকেল ফান্ডে ইকুইটি এক্সপোজার 45 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই বেশ কিছু তরুণ এনপিএস গ্রাহকেরা এর থেকে উপকৃত হবেন। তাঁরা একটি বড় পরিমাণের কর্পাস তৈরি করতে সক্ষম হয়ে উঠবেন। কারণ, ইকুইটি থেকে রিটার্ন ডেট ইনভেস্টমেন্টের তুলনায় ভালো হয়।

কারা এই ফান্ডে বিনিয়োগের সুবিধা পাবেন?

বিদ্যমান এবং নতুন, উভয় এনপিএস গ্রাহকেরাই ব্যালেন্সড লাইফ সাইকেল ফান্ডের সুবিধা পেতে পারেন। এনপিএসে এটি অটো চয়েসের অধীনে একটি ডিফল্ড অপশন হবে কী না, সেই বিষয়ে এখনও জানানো হয়নি।

Sayantan Saha এর বিষয়ে
Sayantan Saha
Sayantan Saha Digital Content Producer
সায়ন্তন সাহা, The Economic Times বাংলার ডিজিটাল সাংবাদিক। 2018 সাল থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খবর ৩৬৫ দিন এবং সংবাদ প্রতিদিনে সাংবাদিকতা করেছেন। শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি, ব্যাঙ্ক, পণ্য, পার্সোনাল ফিনান্স, MSME সংক্রান্ত সংবাদ লিখতে এবং রিপোর্টিংয়ে সাবলীল।Read More