Please enable javascript.গ্রাহকদের জন্য সুখবর! 1 জুলাই থেকে ক্রেডিট কার্ডের উপর ধার্য একাধিক ফি তুলে নিতে চলেছে ICICI Bank - icici bank will not levy these credit card charges for the month of july | The Economic Times Bengali

গ্রাহকদের জন্য সুখবর! 1 জুলাই থেকে ক্রেডিট কার্ডের উপর ধার্য একাধিক ফি তুলে নিতে চলেছে ICICI Bank

Edited by Sayantan Saha | The Economic Times Bengali | Updated: 13 Jun 2024, 11:03 am

আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর। আগামী মাস থেকে ক্রেডিট কার্ডে একাধিক ফি –এর ক্ষেত্রে ছাড় দেওয়ার ঘোষণা করেছে সংস্থাটি। এই ফি গুলি আর ক্রেডিট কার্ড ইউজারদের থেকে নেওয়া হবে না। ক্রেডিট কার্ডের উপর থেজে কোন কোন ফি তুলে নিয়েছে ব্যাঙ্কটি? দেখে নিন।

 
ICICI Bank will not levy these credit card charges for the month of July
গ্রাহকদের জন্য সুখবর! 1 জুলাই থেকে ক্রেডিট কার্ডের উপর ধার্য একাধিক ফি তুলে নিতে চলেছে ICICI Bank
বর্তমানে দেশের বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সংস্থা হয়ে উঠেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। দৈনিক বিপুল সংখ্যার গ্রাহককে ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করছে সংস্থাটি। আপনিও কী এই ব্যাঙ্কটির গ্রাহক? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি ICICI Bank –এর পক্ষ থেকে ক্রেডিট কার্ড পরিষেবার উপর ধার্য বিভিন্ন নিয়মে পরিবর্তন করার ঘোষণা করা হয়েছে। এই ঘোষণায় একাধিক ক্রেডিট কার্ড সংক্রান্ত চার্জ তুলে নেওয়া হয়েছে। ফলে পরিবর্তিত নিয়মগুলি কার্যকর হয়ে গেলে গ্রাহকদের আর সেই সমস্ত চার্জ প্রদান করতে হবে না। ব্যাঙ্কটির পক্ষ থেকে জানানো হয়েছে, 2024 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে এই নতুন নিয়মগুলি কার্যকর হয়ে উঠবে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মে কী কী পরিবর্তন ঘোষণা করেছে সংস্থাটি? দেখে নিন-
সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে আইসিসিআই ব্যাঙ্কের পক্ষ থেকে করা ঘোষণাটিতে ব্যাঙ্কটির ক্রেডিট কার্ডের জন্য প্রযোজ্য রিপ্লেসমেন্ট ফি বৃদ্ধি করা হয়েছে। আগে কার্ড রিপ্লেসমেন্ট করার ক্ষেত্রে গ্রাহকদের 100 টাকা ফি প্রদান করতে হত। জুলাই মাসের 1 তারিখ থেকে এই ব্যাঙ্কটির ক্রেডিট কার্ডগুলির জন্য প্রযোজ্য রিপ্লেসমেন্ট ফি বৃদ্ধি করে 200 টাকা করা হয়েছে। কার্ড রিপ্লেসমেন্ট ফি এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে। Emerald Private Metal Card ছাড়া বাকি সমস্ত আইসিসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের জন্য জুলাই মাসের 1 তারিখ থেকে নতুন নিয়মটি কার্যকর হয়ে উঠবে।

ব্যাঙ্কটির পক্ষ থেকে ক্রেডিট কার্ডের উপর প্রযোজ্য কোন কোন চার্জ আর নেওয়া হবে না?

  1. চেক বা ক্যাশ পিক আপ ফি: প্রতিবার অর্থ বা চেক তোলার ক্ষেত্রে আগে 100 টাকা ফি ধার্য করা হত। এই ফি টি আর নেওয়া হবে না।
  2. চার্জ স্লিপ রিকোয়েস্ট: প্রতিটি চার্জ স্লিপের ক্ষেত্রে 100 টাকার যে ফি আরোপ করা হত, সেটি নেওয়া বন্ধ করে দেওয়া হবে।
  3. ডায়াল-এ-ড্রাফট ট্র্যানজ্যাকশন ফি: ন্যূনতম 300 টাকার খরচ সহ ড্রাফট ভ্যালুর পরিমাণে 3% কেটে নেওয়া হত। এই নিয়মটিও আর কার্যকর থাকবে না।
  4. আউটস্টেশন চেক প্রসেসিং ফি: ন্যূনতম 100 টাকার সাপেক্ষে চেকের ভ্যালুর 1 শতাংশ কেটে নেওয়া হত। এই নিয়মটি আর সক্রিয় থাকবে না।
  5. ডুপ্লিকেট স্টেটমেন্ট রিকোয়েস্ট (3 মাসের বেশি): ডুপ্লিকেট স্টেটমেন্টের ক্ষেত্রে 100 টাকার ফি আরোপ করা হয়ে থাকে। তবে, নতুন নিয়ম অনুসারে এই ফি টিও আর নেওয়া হবে না।

আইসিআইসিআই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে, 2024 সালের জুলাই মাসের 1 তারিখ নতুন নিয়মগুলি কার্যকর হয়ে যাবে। পরবর্তী সময়ে ব্যবহারকারীদের কাছ থেকে এই ফি গুলি আর নেওয়া হবে না। ফলে এই ক্ষেত্রে অনেকটা বাড়তি সুবিধা পেতে চলেছেন বেসরকারি ব্যাঙ্কটির ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা।

Sayantan Saha এর বিষয়ে
Sayantan Saha
Sayantan Saha Digital Content Producer
সায়ন্তন সাহা, The Economic Times বাংলার ডিজিটাল সাংবাদিক। 2018 সাল থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খবর ৩৬৫ দিন এবং সংবাদ প্রতিদিনে সাংবাদিকতা করেছেন। শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি, ব্যাঙ্ক, পণ্য, পার্সোনাল ফিনান্স, MSME সংক্রান্ত সংবাদ লিখতে এবং রিপোর্টিংয়ে সাবলীল।Read More