Please enable javascript.UPI Transaction Rules: পেমেন্টের জন্য ইউপিআই ব্যবহার করছেন? এই নিয়মগুলি না জানলে হতে পারে সমস্যা - rules a user must need to know before using upi for online transactions | The Economic Times Bengali

UPI Transaction Rules: পেমেন্টের জন্য ইউপিআই ব্যবহার করছেন? এই নিয়মগুলি না জানলে হতে পারে সমস্যা

Edited by Sayantan Saha | The Economic Times Bengali | Updated: 25 May 2024, 1:12 pm

Online Payment: বর্তমানে বিভিন্ন পেমেন্ট করার ক্ষেত্রে সাধারণ মানুষের অন্যতম পছন্দসই একটি বিকল্প হয়ে উঠেছে ইউপিআই। কিন্তু, বেশ কিছু নিয়ম না জানার কারণে এই ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। ইউপিআই –এর কোন কোন নিয়ম অবশ্যই জানা প্রয়োজন? দেখে নিন।

 
Rules a user must need to know before using UPI for online transactions
UPI Transaction Rules: পেমেন্টের জন্য ইউপিআই ব্যবহার করছেন? এই নিয়মগুলি না জানলে হতে পারে সমস্যা
বর্তমানে অনলাইনে আর্থিক লেনদেন করার একটি অন্যতম সেরা বিকল্প হয়ে উঠেছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI)। বিপুল সংখ্যার মানুষ তাদের বিভিন্ন পেমেন্ট করার ক্ষেত্রে এই পরিষেবাটির ব্যবহার করে থাকেন। এটি ব্যবহার করে খুব সহজেই আর্থিক লেনদেন করা সম্ভব। সেই কারণে বর্তমানে ইউপিআই পরিষেবা ব্যবহারকারীর সংখ্যা ক্রমবর্ধমান আকার ধারণ করেছে। বিগত কয়েক বছরে ইউপিআই আর্থিক লেনদেনের সবচেয়ে জনপ্রিয় বিকল্পগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। কিন্তু, আপনি যদি ইউপিআই ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটির দৈনিক সীমা, সীমাবদ্ধতা এবং অন্যান্য নতুন নিয়মগুলি সম্পর্কে জানতে হবে। এই নিয়মগুলি না জানার কারণে অনেও ব্যবহারকারীই প্রায়সই সমস্যার সম্মুখীন হয়ে পড়েন। তাই সমস্যা এড়াতে অবশ্যই এই নিয়মগুলি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

আপনি ইউপিআই–এর মাধ্যমে সর্বোচ্চ কত টাকা পাঠাতে পারবেন?

যদি আপনি আপনার ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে অন্য কাউকে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে প্রতিটি ট্রানজ্যাকশনের জন্য ধার্য করা সর্বোচ্চ সীমা 1 লক্ষ টাকা। ক্যাপিটাল মার্কেট, ইন্সুরেন্স এবং ফরেন ইনওয়ার রেমিট্যান্সের মতো মার্চেন্ট ট্রানজ্যাকশনের জন্য আপনি ইউপিআই –এর মাধ্যমে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে পারেন। আইপিও বুকিং বা আরবিআই রিটেল ডিরেক্ট স্কিমের মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে প্রতিটি ট্রানজ্যাকশনের জন্য প্রযোজ্য সীমা 5 লক্ষ টাকা।

ব্যাঙ্কের পরিপ্রেক্ষিতে কী ইউপিআই–এ টাকা লেনদেন করার সীমা পরিবর্তিত হয়?

যদিও P2P ট্র্যানজ্যাকশনের জন্য ইউপিআই –এর মাধ্যমে করা প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা 1 লক্ষ টাকা হিসাবে ধার্য করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও আপনার ব্যাঙ্ক এটির অনুমতি নাও দিতে পারে। কারণ, ইউপিআই লেনদেনের সীমা এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কের ক্ষেত্রে পরিবর্তিত হয়ে থাকে। যেমন এইচডিএফসি ব্যাঙ্কের নিয়ম অনুসারে 24 ঘন্টার মধ্যে এই ব্যাঙ্কের P2P ইউপিআই ট্রানজ্যাকশনের সর্বোচ্চ সীমা 1 লক্ষ টাকা। প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 24 ঘন্টায় সর্বোচ্চ 20 টি ট্রানজ্যাকশন করা যেতে পারে। অর্থাৎ, 24 ঘন্টায় আপনি 20 টির বেশি আর্থিক লেনদেন করতে পারবেন না। আইসিআইসিআই ব্যাঙ্কে প্রথম লেনদেন থেকে 24 ঘন্টার মধ্যে সর্বাধিক 10 টি ট্রানজ্যাকশন করা যেতে পারে। এই নিয়মগুলির কারণে প্রায়সই ব্যবহারকারীকে সমস্যার সম্মুখীন হয়ে পড়তে হয়।

মোবাইল নম্বর ছাড়াই কী ইউপিআই –এর জন্য রেজিস্ট্রেশন করানো সম্ভব?

না, এই বিষয়টি সম্ভব নয়। ইপিআই আইডিগুলি সাধারণত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের রেজিস্টার্ড মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্কড অবস্থায় থাকে।

যে ব্যক্তি ইউপিআই রেজিস্ট্রেশন করানো নেই তাকেও কী ইউপিআই –এর মাধ্যমে টাকা পাঠানো সম্ভব?

হ্যাঁ, এই ক্ষেত্রে IFSC বা অ্যাকাউন্ট নম্বর ছাড়াও আপনি যাকে টাকা পাঠাতে চান তাঁর MMID বা মোবাইল নম্বরের মাধ্যমেও টাকা পাঠানো সম্ভব।

Sayantan Saha এর বিষয়ে
Sayantan Saha
Sayantan Saha Digital Content Producer
সায়ন্তন সাহা, The Economic Times বাংলার ডিজিটাল সাংবাদিক। 2018 সাল থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খবর ৩৬৫ দিন এবং সংবাদ প্রতিদিনে সাংবাদিকতা করেছেন। শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি, ব্যাঙ্ক, পণ্য, পার্সোনাল ফিনান্স, MSME সংক্রান্ত সংবাদ লিখতে এবং রিপোর্টিংয়ে সাবলীল।Read More