বিষয়বস্তুতে চলুন

আলীর মতো বাঁচ, হোসাইনের মতো মর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।

আলীর মতো বাঁচ, হোসাইনের মতো মর শিয়া মুসলিমদের একটি ধর্মীয় স্লোগান, [][] এখানে শহীদ আলী এবং তাঁর পুত্র হোসাইনকে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র

  1. Leif Manger (১৮ অক্টোবর ২০১৩)। Muslim Diversity: Local Islam in Global Contexts। Routledge। পৃষ্ঠা 21–। আইএসবিএন 978-1-136-81857-8 
  2. Maqsood Jafrī (২০০৩)। The gleams of wisdom। Sigma Press।