Topic on User talk:RiazACU

Jump to navigation Jump to search
Bodhisattwa (talkcontribs)

সুধী, দয়া করে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধের নাম অনুসারে নির্বিশেষে আইটেমের লেবেল পরিবর্তন করবেন না। বাংলা উইকিপিডিয়ার নিবন্ধের নামকরণ ও আইটেমের লেবেলের নামকরণ করার পদ্ধতি আলাদা। উইকিপিডিয়ায় দ্ব্যর্থতা নিরসনের জন্য একই নামের নিবন্ধগুলিকে যে ভাবে আলাদা করা হয়, উইকিডাটাতে সেরকম প্রয়োজন পড়ে না। লক্ষ্য করলাম, আপনার করা কুইকস্টেটমেন্টস ব্যাচগুলি বহু সঠিক লেবেল পরিবর্তন করে দিয়েছে, যেগুলি এক এক করে ঠিক করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। আপাতত যতগুলি পারছি ঠিক করে দিচ্ছি, কিন্তু বহু ভুল থেকে যাচ্ছে, সব ঠিক করা আমার পক্ষে সম্ভব হবে না। দয়া করে ভবিষ্যতে সেই আইটেমগুলিরই লেবেল যোগ করবেন, যার কোন বাংলা লেবেল নেই। যার আছে সেগুলি দয়া করে ধরবেন না। এতে যায়।শুধু শুধু আমাদের অনেক কাজ বেড়ে যায়।

RiazACU (talkcontribs)

অনাকাঙ্খিত ভুলের জন্য দুঃখিত। ভুলবশত, সেখানে কিছু কমাযুক্ত শিরোনামও পরিবর্তন হয়ে গেছে। পরবর্তীতে এবিষয়ে সতর্ক থাকবো।

By clicking "Reply", you agree to our Terms of Use and agree to irrevocably release your text under Creative Commons Attribution-Share Alike 4.0.