বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৭২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একটি বাদামী ফরেস্ট কোবরা ফণা তুলে রয়েছে।

ফরেস্ট কোবরা আফ্রিকাজাত এলাপিডি পরিবারভুক্ত এক প্রজাতির বিষধর সাপ। এরা কালো কোবরা বা সাদা ঠোঁটের কালো কোবরা নামেও পরিচিত। প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকায় এদের বেশি দেখা যায়। ১৮৫৭ সালে মার্কিন সরীসৃপউভচরবিদ এডওয়ার্ড হ্যালোয়েল সর্বপ্রথম নাজা মেলানোলিউকার বিবরণ দেন। ফরেস্ট কোবরা নাজা প্রজাতির মধ্যে বৃহত্তম। এদের দৈর্ঘ্য ৩.১মিটার (১০.২৩ ফুট) পর্যন্ত হয়। বৃহদাকার পতঙ্গ থেকে ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণী সরীসৃপ সবই এই প্রজাতির খাদ্য তালিকার অন্তর্ভুক্ত। এই সাপের প্রতি দংশনে নির্গত বিষের পরিমাণ গড়ে ৫৭১মিগ্রা এবং সর্বোচ্চ ১১০২ মিলিগ্রাম। উত্তেজিত এবং কোণঠাসা হলে এরা চ্যাপ্টা লম্বা ফণা মেলে দেহের অগ্রভাগ অনেকটা উচ্চতা পর্যন্ত তুলে ধরে। এরা বিভিন্ন পরিবেশে সহজেই ভালোভাবে অভিযোজিত হতে সক্ষম। ফরেস্ট কোবরা সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে। (বাকি অংশ পড়ুন...)