বিষয়বস্তুতে চলুন

পরিশিষ্ট:শব্দকোষ

উইকিঅভিধান, মুক্ত অভিধান থেকে
০ বিভক্তি
দেখুন শূণ্য বিভক্তি
অপশব্দ
ব্যাকরণদুষ্ট শব্দ; অশ্লীল শব্দ।

আদ্যক্ষরা

কৃতঋণ
জোড়কলম শব্দ
একাধিক শব্দ সংযুক্ত হয়ে গঠিত শব্দ। দুটি শব্দের জোড়কলম শব্দ সাধারণত একটি শব্দের শুরু দিয়ে শুরু হয় এবং অপর শব্দের শেষ দিয়ে শেষ হয়। উদাহরণ: ধোঁয়াশা (dhō̃ẇaśa) (ধোঁয়া (dhō̃ẇa)কুয়াশা (kuẏaśa) থেকে)।
বাচ্য
কথা বলার বিভিন্ন ভঙ্গি অনুসারে বাক্যে ক্রিয়াপদের রূপভেদ ঘটে। বাক্যে ক্রিয়ার সমৃদ্ধ কর্তার সঙ্গে না কর্মের সঙ্গে অথবা কর্তা তথবা কর্ম কারও সঙ্গে না হয়ে কেবল ক্রিয়ার কাজটিকেই প্রকাশ করছে—এরকম ক্রিয়ার রূপভেদকে বাচ্য বলে।
বিপরীত শব্দ
সমার্থক শব্দ
শূণ্য বিভক্তি
শূণ্য বিভক্তি